শীর্ষ নিউজ, ঢাকা : টাইগারদের পেস বোলিং কোচের দায়িত্বে থাকছেন না আন্দ্রে অ্যাডামস। গত বছরের ফেব্রুয়ারিতে তাসকিন-শরিফুলদের কোচ হিসেবে অ্যাডামসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব সামলান। তবে চুক্তি শেষ হওয়ার আগেই অ্যাডামসকে ছেড়ে দিয়েছে বিসিবি।
সবশেষ নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটিই ছিল অ্যাডামসের শেষ সিরিজ। বিসিবি মূলত এই কোচে পরিপূর্ণভাবে খুশি নয়। গতকাল (শনিবার) আনুষ্ঠানিকভাবে বিদায়ও নিয়েছেন তিনি।
অ্যাডামসের স্থলাভিষিক্ত হিসেবে নতুন করে বিদেশিদেরই চিন্তা করছে বিসিবি। এরই মধ্যে দুটি নাম বেশি শোনা গিয়েছিল পাকিস্তানি সাবেক পেস বোলার উমর গুল এবং অস্ট্রেলিয়ান সাবেক পেস বোলার শন টেইট। তবে সূত্রের খবর উমর গুলের সঙ্গে বিসিবির আলোচনা ফলপ্রসূ হয়নি। সেই কারণে অসি পেসার শন টেইটই কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।
বিসিবির এক পরিচালক বলছিলেন, ‘সবকিছু চূড়ান্ত হয়নি, তবে শন টেইট এগিয়ে আছেন। কিছু প্রক্রিয়া এখনও বাকি আছে ’
বিসিবির এ পরিচালক বলেন, আসন্ন সংযুক্ত আরব আমিরাত সিরিজে নতুন পেস বোলিং কোচ যোগ না দিলেও পাকিস্তান সিরিজের আগেই নতুন কোচ পেতে যাচ্ছেন ইবাদত-শরিফুল নাহিদরা।
শীর্ষ নিউজ/ এনআরএফ